Last Updated: Thursday, January 19, 2012, 16:59
গুজরাতের লোকায়ুক্ত নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার গুজরাত সরকারের তরফে শীর্ষ আদালতে দায়ের করা এক হলফনামায় বলা হয়েছে, যে ভাবে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে কোনওরকম পরামর্শ না করে রাজ্যপাল কমলা বেনিওয়াল বিচারপতি (অবসরপ্রাপ্ত) আর এ মেহতাকে লোকায়ুক্ত পদে নিয়োগ করেছিলেন, তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর এক বড় আঘাত।