Last Updated: November 13, 2011 20:13

অবশেষে এই মরশুমে ট্রফি খরা কাটল। প্যারিস মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। সঙ্গাকে স্ট্রেট সেটে হারিয়ে চলতি মরসুমে টানা বারোটি ম্যাচ জিতলেন এই সুইস তারকা। ফাইনালে খেলার ফল ছয়-এক, সাত-ছয়। বর্তমানে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ফেডেরার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল জিতে কেরিয়ারের আটশোতম ম্যাচ জিতেছিলেন ফেডেরার। এবার প্যারিস মাস্টার্স টুর্নামেন্ট জিতে কেরিয়ারে নিরানব্বইটি ফাইনালে খেলে উনশত্তরতম ট্রফি জিতলেন তিনি।
First Published: Monday, November 14, 2011, 16:42