নজির গড়ে চ্যাম্পিয়ন ফেডেরার, Federer champion

নজির গড়ে চ্যাম্পিয়ন ফেডেরার

নজির গড়ে চ্যাম্পিয়ন ফেডেরারশততম ফাইনালে নজির গড়েই ওয়ার্ল্ড টুর চ্যাম্পিয়নশিপ জিতলেন রজার ফেডেরার। ফাইনালে সঙ্গাকে হারিয়ে রেকর্ডসংখ্যক ছয় বার এটিপি ওয়ার্ল্ড টুর চ্যাম্পিয়ন হলেন এই সুইস তারকা। খেলার ফল ছয়-তিন, ছয়-সাত, ছয়-তিন। মরসুমের শুরুটা ভাল না করলেও মরসুমের শেষটা দুরন্ত করলেন ফেডেরার। এই নিয়ে কেরিয়ারে সত্তরটি ট্রফি জিতেছেন সুইস তারকা।
 

First Published: Monday, November 28, 2011, 23:50


comments powered by Disqus