Last Updated: November 28, 2011 23:48

শততম ফাইনালে নজির গড়েই ওয়ার্ল্ড টুর চ্যাম্পিয়নশিপ জিতলেন রজার ফেডেরার। ফাইনালে সঙ্গাকে হারিয়ে রেকর্ডসংখ্যক ছয় বার এটিপি ওয়ার্ল্ড টুর চ্যাম্পিয়ন হলেন এই সুইস তারকা। খেলার ফল ছয়-তিন, ছয়-সাত, ছয়-তিন। মরসুমের শুরুটা ভাল না করলেও মরসুমের শেষটা দুরন্ত করলেন ফেডেরার। এই নিয়ে কেরিয়ারে সত্তরটি ট্রফি জিতেছেন সুইস তারকা।
First Published: Monday, November 28, 2011, 23:50