Last Updated: June 27, 2013 11:41

তৃতীয় দিনেই সব বাতি নিভে গেল উইম্বলডনের। মাত্র তিনদিনের মধ্যেই ঐতিহ্যের উইম্বলডন থেকে বিদায় নিলেন তিন মহাতারকা। রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভার পর বিদায় নিলেন রজার ফেডেরারও। অল ইংল্যান্ড কোর্টে সাতবারের উইম্বডন চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন ইউক্রেনের অনামী খেলোয়াড় সার্গেই স্টাখোভস্কাই। ১৭ টি গ্র্যান্ডস্লাম খেতাবের মালিক ফেডেরার হারলেন বিশ্বের ১১৬ নম্বর সার্গেইয়ের বিরুদ্ধে ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬।
গত দশ বছরে গ্র্যান্ডস্লামে এটাই ফেডেরারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। গতবার উইম্বডন চ্যাম্পিয়ন হয়ে ফেডেরার সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন। এবারের হারের পর সেসব সামলোচকরা যে আবার দাঁতনখ বের করবেন তা আর বলার অপেক্ষ রাখে না।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হারায় টানা ৩৬ বার গ্র্যান্ডস্লাম কোয়ার্টার ফাইনালে খেলার রেকড গড়া হল না ফেডেরারের। এত বড় অঘটন সাম্প্রতিক আর কোন গ্র্যান্ডস্লামে ঘটতে দেখা যায়নি। গত দেড় দু বছরে গ্র্যান্ডস্লামে ফেডেরার হার ছিলেন ঠিকই কিন্তু সেটা কোয়ার্টার ফাইনাল কিংবা তারও পরে। কিন্তু এদিনের হারের পর প্রশ্ন উঠে গেল ফেডেরার কি এবার খেলা ছেড়ে দেবেন? ক দিন আগে ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলেন ফেডেরার। সুইস কিংবদন্তি শেষবার গ্র্যান্ডস্লাম জেতেন গতবার উইম্বলডনে।
এ তো গেল ফেডেরারের কথা এবার আসা যাক এবারের উইম্বলডনের কথায়। প্রতিযোগিতার মাত্র তিন দিনের মধ্যেই বেশিরভাগ বড় নামই নেই হয়ে গেলেন। টেনিসের গ্লামার বয় রাফায়েল নাদাল নেই, গ্ল্যামার গার্ল শারাপোভা নেই, লাভলি গার্ল আজারেঙ্কা নেই, কিংবদন্তি ফেডেরার নেই। থাকল শুধু চোটের আশঙ্কা, জকোভিচ, মারে, আর সেরেনা। এবারের উইম্বডনের যা হাল তাতে না কবে এরাও না হয়ে যান।
First Published: Thursday, June 27, 2013, 11:41