Last Updated: Thursday, June 27, 2013, 11:41
তৃতীয় দিনেই সব বাতি নিভে গেল উইম্বলডনের। মাত্র তিনদিনের মধ্যেই ঐতিহ্যের উইম্বলডন থেকে বিদায় নিলেন তিন মহাতারকা। রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভার পর বিদায় নিলেন রজার ফেডেরারও। অল ইংল্যান্ড কোর্টে সাতবারের উইম্বডন চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন ইউক্রেনের অনামী খেলোয়াড় সার্গেই স্টাখোভস্কাই। ১৭ টি গ্র্যান্ডস্লাম খেতাবের মালিক ফেডেরার হারলেন বিশ্বের ১১৬ নম্বর সার্গেইয়ের বিরুদ্ধে ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬।