চ্যাম্পিয়ন ফেডেরার

চ্যাম্পিয়ন ফেডেরার

চ্যাম্পিয়ন ফেডেরারদুই বছরেরও বেশি সময় পর আবার গ্র্যান্ডস্লাম জিতে টেনিস বিশ্বে যেন নবজন্ম হল রজার ফেডেরারের। উইম্বলডন ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে চ্যম্পিয়ন হলেন সুইস তারকা। ২০০৯ পর আবার টেনিসের গর্বের টুর্নামেন্ট উইম্বলডন জিতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ একনম্বর স্থানে পৌঁছলেন ফেডএক্সপ্রেস।

পিট সাম্প্রাসকে ছুঁয়ে ফেললেন রজার ফেডেরার। রবিবার অ্যান্ডি মারেকে হারিয়ে এই কীর্তি গড়লেন ফেড এক্সপ্রেস। প্রথম সেটে ৪-৬ ফলে ব্রিটিশ মারের কাছে হারলেও পরের তিনটি ফেড এক্সপ্রেসকে রোখা ছিল অ্যন্ডি মারের কাছে কার্যত অসম্ভব বিষয়। দুর্দান্ত কামব্যাক করে পরপর তিনটি সেট ৭-৫, ৬-৩, ৬-৪ ফলে মারেকে হারিয়ে খেতাব জিতলেন সুইস টেনিস তারকা।

অফ ফর্ম ও চোটের কারনে গ্র্যান্ডস্লাম লড়াই থেকে নাদাল, জোকোভিচদের শাসনে ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন ফেডেরার। আবার যেন নবজন্ম হল রয়্যাল টেনিস টুর্নামেন্ট উইম্বলডনে। একেবারে রয়্যাল কামব্যাক। ২০০৯-এর পর আবার উইম্বলডন জিতলেন তিনি। ২০১০-এ অস্ট্রেলিয়া ওপেনের পর আবার কোনও গ্র্যান্ডস্লাম খেতাব জুটল ফেডেরারের। আর ৭৪ বছর পর ব্রিটিশদের  সবচেয়ে গর্বের টুর্নামেন্ট জেতার সুযোগ হাতছাড়া হল ব্রিটিশ অ্যান্ডি মারের।

উইম্বলডনে নবজন্ম হওয়ার পর আবার বিশ্ব টেনিস রাঙ্কিংয়ে এক নম্বর স্থানে পৌঁছে গেলেন ফেডেরার।

First Published: Sunday, July 8, 2012, 23:25


comments powered by Disqus