চ্যাম্পিয়ন ফেডেরার - Latest News on চ্যাম্পিয়ন ফেডেরার| Breaking News in Bengali on 24ghanta.com
চ্যাম্পিয়ন ফেডেরার

চ্যাম্পিয়ন ফেডেরার

Last Updated: Sunday, July 8, 2012, 23:25

দুই বছরেরও বেশি সময় পর আবার গ্র্যান্ডস্লাম জিতে টেনিস বিশ্বে যেন নবজন্ম হল রজার ফেডেরারের। উইম্বলডন ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে চ্যম্পিয়ন হলেন সুইস তারকা। ২০০৯ পর আবার টেনিসের গর্বের টুর্নামেন্ট উইম্বলডন জিতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ একনম্বর স্থানে পৌঁছলেন ফেডএক্সপ্রেস।