Last Updated: October 27, 2012 10:15

ভারতীয় গ্রাঁ পি তে ফেরারির লোগো বিতর্কে তীব্র অসন্তোষ জানাল বিদেশ মন্ত্রক। গ্রাঁ-প্রিতে নিজেদের দুটি গাড়িতে ইতালির নৌসেনার প্রতীক বহনের সিদ্ধান্ত নিয়েছে ফেরারি। তারা জানিয়েছে, এদেশে বিচারাধীন খুনে অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের প্রতি সহমর্মিতা প্রকাশেই এই সিদ্ধান্ত। ফেরারির ওয়েবসাইটে এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
কেরল উপকূলে দুই ভারতীয় নাবিককে গুলি করে খুনের অভিযোগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হন ইতালির এনরিকা লেক্সি জাহাজের দুই নিরাপত্তারক্ষী। জামিনে মুক্ত হলেও, অভিযুক্ত মাসিমিলিয়ানো লাতোর ও সালভাদোর জিরোন এখনও ভারতেই বিচারাধীন। তাদের প্রতি সহমর্মিতার বার্তা দিতেই, এবার ভারতীয় গ্রাঁ পিতে নিজেদের দুটি গাড়িতে ইতালীর নৌসেনার পতাকা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ফেরারি। গাড়িদুটি চালাবেন ফার্নান্দো আলোনসো ও ফেলিপে মাসা। ফেরারির ওয়েবসাইটে এই খবর প্রকাশের পরেই শুরু হয়েছে চরম বিতর্ক। ফেরারির সমালোচনায় সরব হয়েছে ভারতীয় মত্স্যজীবী সংগঠনগুলি। অসন্তোষ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রকও।
ফেরারির সিদ্ধান্তে অস্বস্তিতে ফর্মুলা ওয়ানও। সংগঠনের সিইও বার্নি একলেস্টোন জানিয়ে দিয়েছেন `এক্ষেত্রে আমরা যা করব তা হল ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়াকে বলব সমস্যাটি দেখতে। আমরা অরাজনৈতিক সংগঠন।`
সর্বস্তরে সমালোচনার মুখে কিছুটা সুর নরম করেছে ফেরারি। ইতালীয় নৌসেনার পতাকা বহনের সিদ্ধান্ত থেকে সরে না এলেও, নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছে তারা। ফেরারি জানিয়েছে, বিচারধীন ইতালীয় নিরাপত্তারক্ষীদের প্রতি সহমর্মিতার বার্তা দিলেও, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য নয়। বরং তারা আশা করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে। এবং সমস্যাটির এক শান্তিপূর্ণ সমাধান হবে।
First Published: Saturday, October 27, 2012, 10:15