Last Updated: Saturday, October 27, 2012, 10:15
ভারতীয় গ্রাঁ পি তে ফেরারির লোগো বিতর্কে তীব্র অসন্তোষ জানাল বিদেশ মন্ত্রক। গ্রাঁ-প্রিতে নিজেদের দুটি গাড়িতে ইতালির নৌসেনার প্রতীক বহনের সিদ্ধান্ত
নিয়েছে ফেরারি। তারা জানিয়েছে, এদেশে বিচারাধীন খুনে অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের প্রতি সহমর্মিতা প্রকাশেই এই সিদ্ধান্ত। ফেরারির ওয়েবসাইটে এই ঘোষণার পর
থেকেই শুরু হয়েছে বিতর্ক।