Last Updated: October 13, 2013 10:36
পাইলিনের পর এবার বন্যার আশঙ্কা ওড়িশায়। লণ্ডভণ্ড ওড়িশায় এখন চলছে উদ্ধারের কাজ। বিপর্যয়ের পর শক্তি হারাচ্ছে পাইলিন। ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার কমেছে৷
সাড়ে ৯টা নাগাদ গোপালপুরে সাইক্লোন পাইলিন আছড়ে পড়ার পর ওড়িশা এখন কার্যত সম্পূর্ণ বিছিন্ন। প্রায় ঘণ্টা চারেক ধরে ওড়িশায় চলে ১৮০ কিমি বেগে হাওয়া। গোপালপুর ছাড়িয়ে ক্রমেই ওড়িশার ভেতরের দিকে এগোচ্ছে পাইলিন৷ পাইলিন যখন ওডিশা উপকূলে আছড়ে পড়ার সময় তার গতি ছিল প্রতি ঘণ্টায় ২১০ কিমি। এর পরই তুমুল বৃষ্টি শুরু হয় রাজধানী ভুবনেশ্বর সহ প্রায় গোটা ওড়িশায়। এই ভারী বৃষ্টির কারণে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে সকাল ৮টার পর থেকে ভূবনেশ্বরে রোদ উঠেছে। ফোনের নেটওয়ার্কও মিলছে। অবশ্য ওড়িশার অন্তত পাঁচটা জেলা এখনও বিছিন্ন। পুরীতে এখনও জলচ্ছ্বাস চলছে বলে খবর। ওড়িশার অধিকাংশ জায়গার বিদ্যুত সংযোগ ছিন্ন করা হয়েছে। অন্ধ্রে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শক্তিশালী গ্রিড।
উত্তরপশ্চিম দিকে যত এগোবে এই ঝড় ততই তার দাপট কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। ফাইলিনের প্রভাবে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। গাছ পড়ে অধিকাংশ রাস্তা আটকে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই বলে জানিয়েছেন ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সের প্রধান কৃষ্ণা চৌধুরী।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুত্ সংযোগ বিছিন্ন করে দিয়েছে প্রশাসন। বিএসএনএলের টাওয়ার ভেঙে পড়ায় ওড়িশার বিস্তীর্ণ এলাকায় টেলিফোন পরিষেবা ব্যহত হচ্ছে। অন্ধ্রের তিনটি জেলা এবং উপকূলীয় ওড়িশার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টা ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
প্রায় সাড়ে চার লক্ষ লোককে উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রাত ৮টায় অন্ধ্রের শ্রীকাকুলাম উপকূলেই প্রথমে আছড়ে পড়ে পাইলিন। তারপর ২০০ কিমি বেগে পাইলিন আছড়ে পড়ে গোপালপুরে। গাছ পড়ে মারা যান ৭ জন। তবে প্রশাসন বলছে এখনও পর্যন্ত তিনজন মারা গিয়েছেন।
এই বিপর্যয়ের ঠিক আগে গোটা ওড়িশা অন্ধকার হয়ে গিয়েছিল। মানুষ ঘরবন্দি হয়ে প্রার্থনারত অবস্থায় ছিল। সাইঈক্লোন চলাকালীন থমথমে পরিবেশ থেকে ভেসে আসছিল চিত্কারও।
সাইক্লোন কিছুটা থামার পরই কাজ শুরু করে দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জীবনকে বাজী রেখে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছেন
প্রধানমন্ত্রী মনমোহন সিং সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতি বার্তা দিয়েছেন। বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিক এজেন্সিগুলি।

একনজরে হেল্পলাইন নম্বর
Cyclone Phailin: Emergency numbers released for Odisha, Andhra
Odisha State Emergency Operation Centre No- 0674-2534177, Ganjam- 06811-263978, Puri- 06752-223237, Jagatsinghpur- 06724-220368, Kendrapada- 06727-232803, Bhadrak- 06784-251881, Balasore- 06782-262674, Mayurbhanj- 06792-252759, Jajpur- 06728-222648, Cuttack- 0671-2507842, Khordha- 06755-220002, Nayagarh- 06753-252978, Gajapati- 06815-222943, Dhenkanal- 06762-221376, Keonjhar- 06766-255437
Andhra Pradesh emergency numbers: Srikakulam – 0894-2240557/ 9652838191, Visakhapatnam- 1800425002, Vizianagaram- 1077/0892-2236947, East Godavari- 0884-2365506, West Godavari- 0881230617, Krishna- 086722525 Toll Free – 1077, Guntur- 08632345103/08632234990, Nellore- 08612331477
First Published: Sunday, October 13, 2013, 12:31