Last Updated: Sunday, October 13, 2013, 11:19
সাইক্লোন পাইলিন আছড়ে পড়ার পুরী এখন বিদ্যুত্হীন। রাত ৯টার পর থেকে গোটা পুরী একেবারে নিষ্প্রদীপ। যে সব পর্যটকরা এখনও পুরীতে আটকে পড়েছেন তারা এখন হোটলবন্দি। পুরীর রাস্তা সকাল থেকে শুনিশান, এখনও বেশ জোরে হাওয়া দিচ্ছে। এদিকে অন্ধ্রপ্রদেশে ১৮ জন নাবিকের খোঁজ মিলছে না।