Last Updated: October 18, 2011 16:53

ক্রিকেটের মতই বিশ্ব ফুটবল ক্রমশ গড়াপেটার কালো ছায়ার আচ্ছাদনে ঢেকে যাচ্ছে।যা চিন্তায় ফেলেছে ফিফাকেও।ইতিমধ্যেই গড়াপেটাকে কঠোর হাতে রুখতে তদন্ত কমিটিও গঠন করেছে ফিফা।কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছেনা গড়াপেটার চোরাস্রোত।এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন ফিফা কর্তারা।তাঁরা ঠিক করেছেন,যিনি বা যারা ফিফার কাছে গড়াপেটার তথ্য দেবেন,তাদের নাম পরিচয় গোপন রাখা হবে।শুধু তাই নয়,তাঁদের মোটা অঙ্কের পুরস্কারও দেওয়া হবে।
First Published: Tuesday, October 18, 2011, 16:53