Last Updated: Tuesday, October 9, 2012, 13:01
ম্যাচ গড়াপেটায় আম্পায়ারদের নাম জড়িয়ে যাওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্ব তোলপাড়। প্রাক্তন ক্রিকেটার থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই পুরো ঘটনায় হতাশ। পাকিস্তানের নাদিম ঘাউরি, আনিস সিদ্দিকি, শ্রীলঙ্কার গামিনি দিসানায়েক, মরিস উইটসন এবং সাগর গালেজ, বাংলাদেশের নাদির শাহ। এই ছ`জন আম্পায়ার টাকা নিয়ে সিদ্ধান্ত বিক্রি করতে চেয়েছেন।