Last Updated: June 20, 2014 16:52

ইরাকে ভারতীয় শ্রমিক অপহরণের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর ISIS জঙ্গিদের কবল থেকে পালাতে সক্ষম হয়েছেন একজন ভারতীয়। পালানোর পরে তিনি নিজেই যোগাযোগ করেন ইরাকে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে। বিশ্ব মানবাধিকার সংগঠন রেড ক্রেশেন্টের মাধ্যমে ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। বাকি উনচল্লিশজন শ্রমিক এখনও জঙ্গিদের কবলে। তাঁদের ছাড়িয়ে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে ইরাকে পাঠানো হয়েছে, ইরাকে নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত সুরেশ রেড্ডিকে। এদিকে আজই আটচল্লিশজন অপহৃতকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। যদিও সেই তালিকায় নেই কোনও ভারতীয়র নাম। ইরাকে বিভিন্ন কাজের সূত্রে বসবাসকারী দশ হাজার ভারতীয়ের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র।
ইরাকে ঘণীভূত সঙ্কট নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানান, জঙ্গি আগ্রাসন রুখতে পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজন মত ব্যবস্থা নেবে আমেরিকা। তারজন্য বেশ কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। তবে এতকিছুর পরেও যে ইরাকে মার্কিন সেনা অভিযান হচ্ছে না, সেকথা আরও একবার স্পষ্ট করে দেন বারাক ওবামা। তিনি বলেন, নুরি আল মালিকি সরকারকে সাহায্য করতে ইরাকে তিনশোজন সামরিক উপদেষ্টা পাঠাবে আমেরিকা। যদিও মার্কিন প্রেসিডেন্টের মতে, সেনা দিয়ে সেদেশের সঙ্কট কাটানো সম্ভব নয়। বরং রাজনৈতিক পথেই ইরাক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বারাক ওবামা।
First Published: Friday, June 20, 2014, 16:52