Last Updated: Friday, June 20, 2014, 20:22
খোকন শিকদার ছাড়াও নদিয়ার আরও দুই নির্মাণকর্মী অপহৃত হয়েছেন ইরাকে। এঁরা সমর ঠিকাদার ও ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস। রবিবারের পর থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এই দুজনের সঙ্গেও। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন। খোকন শিকদারকে ইরাক থেকে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ
দাবি করেছেন পরিবারের সদস্যরা। রুটি রুজির সন্ধানে নির্মাণকর্মীর কাজ নিয়ে ইরাকের মসুলে গিয়ে অপহৃত হয়েছেন নদিয়ার তেহট্টের ইলসামারির বাসিন্দা খোকন শিকদার। গত রবিবার শেষ কথা হয়েছিল স্ত্রী নমিতা শিকদারের সঙ্গে। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে খোকন শিকদারের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের কথা ভেবে উদ্বিগ্ন বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়ে।