Last Updated: December 8, 2012 09:51

রাতে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল বড়বাজার এলাকায়। শুক্রবার রাত ৯টা নাগাদ ১২ নম্বর যমুনালাল বাজার স্ট্রিটের চারতলা একটি বাড়িতে আগুন লাগে।
বাড়িটির তিনতলায় একটি ত্রিপলের গুদামেই প্রথম আগুন লাগে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। আড়াই ঘণ্টার চেষ্টায় অবশেষে আয়ত্ত্বে আসে আগুন। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান দমকলের।
First Published: Saturday, December 8, 2012, 09:51