বেহালায় চলন্ত বাসে আগুন, চালকের তত্‍পরতা প্রাণে বাঁচলেন যাত্রীরা

বেহালায় চলন্ত বাসে আগুন, চালকের তত্‍পরতা প্রাণে বাঁচলেন যাত্রীরা

বেহালায় চলন্ত বাসে আগুন, চালকের তত্‍পরতা প্রাণে বাঁচলেন যাত্রীরা----------------------------------------
চলন্ত বাসে আগুন। চালকের তত্পরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। বেহালার ম্যান্টন মোড়ে আজ দুপুরে এই ঘটনা ঘটে। ঠাকুরপুকুরের থ্রি এ বাসস্ট্যান্ড থেকে নবান্নর উদ্দেশে রওনা হয়েছিল সিএসটিসির একটি বাস। ম্যান্টন মোড়ের কাছে এসে বাসের চালক তাপ অনুভব করেন। বনেট খুলে আগুন দেখতে পান তিনি।

তারপরই চিত্কার করে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ভস্মীভূত হয়ে যায় পুরো বাস। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের আধঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

First Published: Sunday, February 2, 2014, 17:25


comments powered by Disqus