বেহালা বাস - Latest News on বেহালা বাস| Breaking News in Bengali on 24ghanta.com
বেহালায় চলন্ত বাসে আগুন, চালকের তত্‍পরতা প্রাণে বাঁচলেন যাত্রীরা

বেহালায় চলন্ত বাসে আগুন, চালকের তত্‍পরতা প্রাণে বাঁচলেন যাত্রীরা

Last Updated: Sunday, February 2, 2014, 17:14

চলন্ত বাসে আগুন। চালকের তত্পরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। বেহালার ম্যান্টন মোড়ে আজ দুপুরে এই ঘটনা ঘটে। ঠাকুরপুকুরের থ্রি এ বাসস্ট্যান্ড থেকে নবান্নর উদ্দেশে রওনা হয়েছিল সিএসটিসির একটি বাস। ম্যান্টন মোড়ের কাছে এসে বাসের চালক তাপ অনুভব করেন। বনেট খুলে আগুন দেখতে পান তিনি।