ফ্ল্যাটে আগুন, মৃত ১

ফ্ল্যাটে আগুন, মৃত ১

ফ্ল্যাটে আগুন, মৃত ১ মধ্যকলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল বছর বত্রিশের এক  যুবকের। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এন্টালির  সৈয়দ  আহমেদ রোডের একটি  বাড়িতে আগুন লাগে। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির দু`তলা থেকে আগুনের শিখাও দেখতে পান তাঁরা। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে শেষরক্ষা হয়নি। দু`তলার ফ্ল্যাটের মধ্যেই মৃত্যু হয় নৌসাদ আলম নামে এক বাসিন্দার। তবে ধোঁয়ায় দমবন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে এন্টালি থানার পুলিস।

First Published: Monday, December 17, 2012, 14:46


comments powered by Disqus