Last Updated: October 21, 2013 09:12

কার্ডবোর্ডের কারখানায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল উত্তর চব্বিশ পরগনার খড়দার পাতুলিয়ায়। গতকাল রাত সাড়ে ন`টা নাগাদ সেখানে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ছটি ইঞ্জিন।
প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগেই অধিকাংশ কারখানা পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগলো, তদন্ত করে দেখছে দমকল কর্তৃপক্ষ। তবে কারখায় আগুন নেভানোর কোনও ব্যবস্থা না থাকায় তারা ক্ষুব্ধ। এব্যাপারে থানায় কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পণা রয়েছে দমকলের। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
First Published: Monday, October 21, 2013, 09:12