Last Updated: January 6, 2012 12:58
আগুন লাগে খিদিরপুরের পাঁচ নম্বর গেটের আট নম্বর ডকে। ডকের মোবাইল হারবার ক্রেনে আগুন ধরে যায়। সেসময় এই ক্রেন থেকে জাহাজে মালপত্র ওঠানো হচ্ছিল। হঠাত্-ই ক্রেনে আগুন লেগে যায়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জাহাজের মধ্যে ক্রেনের একটা অংশ গিয়ে পড়ে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
First Published: Friday, January 6, 2012, 12:58