Last Updated: Tuesday, January 21, 2014, 10:12
রাতের কলকাতা শহরে ফের গণধর্ষণের অভিযোগ। দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ এক তরুণীর। গুরুতর অসুস্থ ওই তরুণীর সঙ্গে পুলিস এখনও বিস্তারিত কথা বলতে পারেনি। পুলিসের জালে মূল অভিযুক্ত হামিদ। তারপরই ঘটনা সম্পর্কে কয়েকটি অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি পুলিসের।প্রাথমিকভাবে ওই তরুণী এবং পরিবারের বক্তব্য অনুসারে পুলিস জানতে পারে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ দক্ষিণ কলকাতার এক শপিং মল থেকে বের হয়েছিলেন তিনি। সেখান থেকে ট্যাক্সি করে যান পার্ক সার্কাস। দুই সহকর্মীকে নামিয়ে ট্যাক্সি চালককে হাওড়া যেতে বলেন। চালক রাজি না হওয়ায় খিদিরপুর পর্যন্ত যান। সেখানে থেকেই তাঁকে জোর করে গাড়িতে তোলা হয় এবং গণধর্ষণের ঘটনা ঘটে। ভোর রাতে তাঁকে দুষ্কৃতীরা আউটরামঘাটের কাছে ফেলে যায়। সেখান থেকে কোনও মতে হাওড়া স্টেশন পৌছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।