ফের বহুতলে আগুন কলকাতায়

ফের বহুতলে আগুন কলকাতায়

ফের বহুতলে আগুন কলকাতায়আমরি কাণ্ডের পরও হুঁশ ফেরনি প্রশাসনের। এখনও মহানগরীর অনেক বহুতলই কার্যত জতুগৃহ হয়ে রয়েছে। শনিবার ভোরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-এর একটি বাড়িতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় সে কথা প্রমাণিত হয়ে গেল। যদিও দমকল বিভাগের তত্‍পরতায় হতাহতের ঘটনা ঘটেনি।

আজ ভোরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে এলআইসির দফতরে আগুন লেগে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। ১৬ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই দফতরে এলআইসির যাবতীয় নথি রাখা হয়। ফলে কাগজের স্তুপে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে। দমকলের প্রাথমিক অনুমান রেকর্ড রুমের এয়ার কন্ডিশনারে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।





First Published: Saturday, February 11, 2012, 09:10


comments powered by Disqus