fire in lic office - Latest News on fire in lic office| Breaking News in Bengali on 24ghanta.com
ফের বহুতলে আগুন কলকাতায়

ফের বহুতলে আগুন কলকাতায়

Last Updated: Saturday, February 11, 2012, 08:57

আজ ভোরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে এলআইসির দফতরে আগুন লেগে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। ১৬ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই দফতরে এলআইসির যাবতীয় নথি রাখা হয়। ফলে কাগজের স্তুপে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে।