Last Updated: September 28, 2012 18:23

আমরিকাণ্ডের পর এবার আগুনের গ্রাসে বারাসতের একটি বেসরকারি হাসপাতাল। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে হাসপাতালটির পাঁচতলায়। বহুতল বাড়ির ওই তলাতেই ছিল আইসিইউ বিভাগ। আগুন লাগার পরই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি সমস্ত রোগীকে বের করে আনা হয়। ঘটনাস্থলে গিয়ে দমকলের ২টি ইঞ্জিন প্রায় দু`ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ওই বেসরকারি হাসপাতাল খালি করে দেওয়া হয়। অধিকাংশ রোগীদের ওই হাসপাতালের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। কয়েকজনকে ভর্তি করা হয়েছে অন্য হাসপাতালে।
First Published: Friday, September 28, 2012, 18:26