মন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার শ্রমিকদের

মন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার শ্রমিকদের

মন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার শ্রমিকদেরঅবশেষে ৯ দিন পর অনশন প্রত্যাহার করলেন উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বালুরঘাট ডিপোর ৬ জন ঠিকা শ্রমিক। প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের তরফে আশ্বাস পাওয়ার পরই অনশন প্রত্যাহার করেন ছাঁটাই হওয়া শ্রমিকেরা। যদিও সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। চাকরিতে পূণর্বহালের দাবিতে গত ৯ দিন ধরে অনশন করছিলেন ওই শ্রমিকেরা। পুলিস শ্রমিকদের হাসপাতালে নিয়ে ভর্তি করলেও তাদের কিছুই খাওয়ানো সম্ভব হচ্ছিল না। অনশকনকারীদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। এই পরিস্থিততেই শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। আগামী ৪ জুন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া শোনারও আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরই বৃহস্পতিবার অনশন প্রত্যাহার করেন শ্রমিকেরা।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কোচবিহার থেকে ফ্যাক্স আসে সংস্থার বালুরঘাট ডিপোয়। জানানো হয় বালুরঘাট ডিপোর ঠিকাশ্রমিকরা আর কাজে বহাল থাকবেন না। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় বাম, ডান সবকটি শ্রমিক সংগঠন। ২ ফেব্রুয়ারি থেকে টানা ৮৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ চলে। একাধিকবার কর্তৃপক্ষকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় ১৬ মে থেকে আমরণ অনশনে বসেন ছাঁটাই হওয়া ৬ জন ঠিকাশ্রমিক। ডিপোর সামনে অস্থায়ী মঞ্চ বেঁধেই অনশন-আন্দোলন শুরু করেছিলেন তাঁরা।

First Published: Friday, May 25, 2012, 13:14


comments powered by Disqus