Last Updated: Monday, December 17, 2012, 18:54
সরকারি চাকরির পদোন্নতিতে সংরক্ষণে সংবিধান সংশোধনী বিলে সবুজ সংকেত দিল রাজ্যসভা। তফশিলি জাতি ও উপজাতির ভিত্তিতে সংরক্ষণ দিতেই এই বিল পাস। সংবিধানের (১১৭ সংশোধনী) বিল, ২০১২ নিয়ে সোমবার সংসদের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। বহুজন সমাজবাদী পার্টির তরফে পেশ করা বিলের পক্ষে ভোট পড়েছে ২০৬টি। ১০টি ভোট পড়েছে বিপক্ষে। যদিও বিলটি পেশ করা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে সমাজবাদী পার্টি।