Last Updated: March 3, 2012 09:06

জনবহুল স্টেশন চত্বরে ভর সন্ধেয় দুষ্কৃতীর গুলি চলল কলকাতার বেলঘরিয়ায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যা ৮টায়। স্টেশন লাগোয়া উড়ালপুলে রোজকার মত নিজের পার্ক করা বাইক আনতে গিয়েছিলেন পেশায় ফল বিক্রেতা ২৪ বছরের পথিক দত্ত। সেই সময় তাঁর বাইক ছিনতাই করার চেষ্টা করে ৩ পরিচিত সমাজবিরোধী।
বাধা পেয়ে পথিককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে পথিকের হাতে এবং স্থানীয় ২ যুবকের দেহে। তাদের সবাইকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ২ দুষ্কৃতী পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে জনতা। পরে পুলিস এসে ওই অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
First Published: Saturday, March 3, 2012, 09:06