belgharia crime - Latest News on belgharia crime| Breaking News in Bengali on 24ghanta.com
ভর সন্ধ্যায় বেলঘরিয়ায় গুলি, আহত ৩

ভর সন্ধ্যায় বেলঘরিয়ায় গুলি, আহত ৩

Last Updated: Saturday, March 3, 2012, 09:06

জনবহুল স্টেশন চত্বরে ভর সন্ধেয় দুষ্কৃতীর গুলি চলল কলকাতার বেলঘরিয়ায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যা ৮টায়। স্টেশন লাগোয়া উড়ালপুলে রোজকার মত নিজের পার্ক করা বাইক আনতে গিয়েছিলেন পেশায় ফল বিক্রেতা ২৪ বছরের পথিক দত্ত।