ফের সীমান্তে গুলি পাকিস্তানের, চার দিনে ৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন

ফের গুলি পাকিস্তানের, চার দিনে ৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন

ফের গুলি পাকিস্তানের, চার দিনে ৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘনআন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত। মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক বাহিনী। গত চার দিনে পাকিস্তান আটবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল। প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালায় পাক বাহিনী। অবশ্য কোনও হতাহতের প্রাথমিক খবর নেই।
চলতি সপ্তাহের মঙ্গলবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে গুলি চালিয়েছিল পাক সেনা। পুঞ্চের চাকান দা বাগে পাক সেনার গুলিতে প্রাণ হারান পাঁচ ভারতীয় জওয়ান।
এই ঘটনার জেরে দু`দেশের মধ্যের শান্তি প্রক্রিয়ায় আঁচর লাগে। চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। যদিও এর পরেও মৌখিক আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে উদ্যোগী হইয়েছিল ভারত।
তবে আজকে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর আলোচনার পরিবেশে আদৌ রইল কি না এখন সেই নিয়ে প্রশ্ন উঠছে।





First Published: Tuesday, August 13, 2013, 18:50


comments powered by Disqus