Last Updated: Tuesday, August 13, 2013, 14:57
আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত। মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক বাহিনী। গত চার দিনে পাকিস্তান আটবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল। প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালায় পাক বাহিনী। অবশ্য কোনও হতাহতের প্রাথমিক খবর নেই।