Last Updated: November 28, 2013 23:45

ফিরোজ ফতিমা সাহরানপুর। কউন বনেগা ক্রোড়পতি ২০১৩-র প্রথম মহিলা ক্রোড়পতি। অবশেষে সিজনের শেষ পর্বে এসে মহিলা কোটিপতি পেল কেবিসি ২০১৩। রবিবারে কেবিসি২০১৩-র শেষ পর্বে দেখানো হবে ফতিমার স্বপ্নের যাত্রা।
অসুস্থ বাবার ঋণ কিছুটা শোধ করবেন বলে কেবিসিতে অংশ নিয়েছিলেন উত্তর প্রদেশের বিজ্ঞানের স্নাতক ফতিমা। শেষ পর্বের আগের পর্বে হট সিটে পৌঁছতে না পেরে খুব হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট জিতে হট সিটে বসার সুযোগ পাই। যতক্ষণ না দর্শকরা হাততালি দিয়ে উঠেছিল আর অমিতাভজির আমাকে জড়িয়ে ধরছিলেন আমি তো বুঝতেই পারিনি আমি ১ কোটি টাকা জিতে গেছি, জেতার পর সাংবাদিকদের জানিয়েছেন ফতিমা।
সংবাদ পত্র ও নিউজ চ্যানেল থেকে পাওয়া তাঁর সাধারণ জ্ঞানই জেতার জন্য কাজে এসেছে বলে মনে করেন ফতিমা। জেতা টাকা দিয়ে বাবার ঋণ শোধ করতে চান ফতিমা। চান নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে।
First Published: Thursday, November 28, 2013, 23:45