এক থি ডায়ানের প্রথম ঝলক

এক থি ডায়ানের প্রথম ঝলক

এক থি ডায়ানের প্রথম ঝলকছবির ঘোষণার পর থেকেই খবরে কন্নন আইয়ারের আগামী অতিপ্রাকৃতিক ছবি এক থি দয়ান। চলে এল সেই বহু প্রতিক্ষীত ছবির ফার্স্ট লুক।

পোস্টারে প্রায় জটায় জড়ানো ইমরান হাসমির মুখ অতিপ্রাকৃতিক আবহ তৈরি করেছে। একতা কপুর ও বিশাল ভরদ্বাজের সহ প্রযোজনায় এক থি দয়ানে ইমরানের বিপরীতে রয়েছেন কঙ্কনা সেনশর্মা ও কল্কি কোয়েচলিন। ছবির সাফল্য কামনা করে অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে মহাকুম্ভে তীর্থ করে এসেছেন একতা।

আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে এক থি দয়ান।









First Published: Wednesday, March 6, 2013, 14:01


comments powered by Disqus