Last Updated: Wednesday, June 26, 2013, 20:14
এবার নতুন ছবির ফার্স্ট লুক আনতে ফেসবুককে বেছে নিলেন হৃতিক রোশন। ২৭ জুন ফেসবুকে নিজের আগামী ছবি কৃষ থ্রি-র প্রথম পোস্টারে আনছেন হৃতিক। ফেসবুকে পোস্টার লঞ্চ করার পরই বেলা ৩টে থেকে ছবির প্রোমোশন শুরু করবে টিম কৃষ থ্রি।