নিজের মেরি কম লুক টুইটারে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

নিজের মেরি কম লুক টুইটারে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

নিজের মেরি কম লুক টুইটারে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা মেরি কম বায়োপিকে প্রিয়াঙ্কা চোপড়ার লুক কেমন হবে তা নিয়ে উত্‍সাহ চরমে ছবি ঘোষণার পর থেকেই। অবশেষে প্রকাশিত হল মেরি কম ছবিতে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক।

ছবিতে অলিম্পিক পদকজয়ী মেরি কমের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। শুটিং চলাকালীন প্রিয়াঙ্কা জানিয়েছিলেন এটাই তাঁর জীবনের সবথেকে কছিন ছবি। টুইটারে এ দিন ছবির প্রথম ঝলক প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত ছবির চিত্রনাট্য লিখেছেন সাইঁ কাদরাস, পরিচালনা করেছেন উমঙ্গ কুমার। চরিত্রে প্রয়োজনে বিশেষ ট্রেনিং নিয়েছেন প্রিয়াঙ্কা। জিম করে পরিবর্তন এনেছেন চেহারায়। মেরির সঙ্গে দেখা করে জেনে নিয়েছেন তাঁর জীবনযাত্রার খুঁটিনাটি।

আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মেরি কম।

pic courtesy: Twitter

First Published: Monday, July 14, 2014, 22:26


comments powered by Disqus