Last Updated: Monday, November 5, 2012, 21:12
একজন পেলেন ডক্টরেট ডিগ্রি, অন্যজন হতে চলেছেন লেখিকা। লন্ডন অলিম্পিকে দুই পদকজয়ী মহিলা অ্যাথলিট এখন অন্য ভূমিকায়। সাইনা এখন ডঃ সাইনা নেহওয়াল। গগন নারাংদেরর নামের আগেও বসল ডক্টরেট উপাধি। শনিবার অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয় ক্রীড়াবিদকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল উত্তরপ্রদেশের মঙ্গলায়তন বিশ্ববিদ্যালয়। বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছয় পদকজয়ীকে এই সম্মানে ভূষিত করে বিশ্ববিদ্যালয়। পদকজয়ীদের এই সম্মান প্রদান করেন মুলায়ম সিং যাদব।