Last Updated: August 30, 2013 21:12

এবার পুজোয় কে গাইবে গান? কৃষ্ণ নাকি সুলেমান? এই ট্যাগলাইন নিয়েই এবারের পুজো মাতাতে আসছে খিলাড়ি। এসকে মুভিজের খিলাড়ি ছবি আরও একটা উদাহরণ তৈরি করতে চলেছে, বাংলা ছবিতে প্রথম দেখা যাবে মোশন পোস্টার।
এক মুসলিম যুবকের সঙ্গে হিন্দু মেয়ের ঝাল মিষ্টি প্রেমের গল্পে রয়েছে জাতীয় সংহতির উত্তেজক মশলাও। অঙ্কুশ এবং নুসরত অভিনীত খিলাড়ি মুক্তি পাবে সপ্তমীর দিন। অতএব প্রেমিক প্রেমিকারা প্রস্তুত থাকুন পুজোর দিনগুলোয় বিদ্রোহী হয়ে ওঠার জন্য! খিলাড়ির একদম প্রথম ঝলক দেখা যাবে শুধুমাত্র ২৪ ঘণ্টায়।
অশোক পতি পরিচালিত, অশোক ধনুকা ও হিমাংশু ধনুকা প্রযোজিত ছবিতে মিউজিক দিয়েছেন শ্রী প্রিতম। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও শঙ্করিয়া।
First Published: Friday, August 30, 2013, 21:12