Last Updated: Thursday, October 10, 2013, 19:37
এবারের পুজোয় লড়াই শুধ মণ্ডপের সঙ্গে মণ্ডপের নয়। থেমে থাকবে না ভিড়ের লাইনেও। আসল লড়াই অন্য জায়গায়। পুজোর সময় নাকি কেউ সিনেমা দেখে না। এমন মিথ প্রচলিত ছিল বহুদিন। তবে শেষ কয়েক বছরের ভিড় আর বৃষ্টি সেই মিথ ভেঙে বাঙালিকে নিরিবিলিতে সিনেমা হলমুখী করে ছেড়েছে। আর এবারে তো আবহাওয়া দফতর নবমী, দশমীতে ঘূর্ণীঝড়ের পূর্বাভাস দিয়েই রেখেছে। তাই আশা করা যায় পাবলিক হয়তো হলমুখী হবেন। সেই আশাতে বুক বেঁধেই ছবির মুক্তির জন্য সপ্তমীর দিনকেই বেছে নিয়েছেন কলকাতার সবথেকে বড় তিন হাউজ। এবারের পুজো তাই মণ্ডপের সঙ্গে মণ্ডপের লড়াই নয়, ভেঙ্কটেশ, এসকে মুভিজ ও সুরিন্দর ফিল্মসের লড়াইয়ে ত্রিশঙ্কু বক্সঅফিস।