গুলাব গ্যাংয়ের প্রথম পোস্টারে মাধুরীর চন্দ্রিকা রূপ

গুলাব গ্যাংয়ের প্রথম পোস্টারে মাধুরীর চন্দ্রিকা রূপ

গুলাব গ্যাংয়ের প্রথম পোস্টারে মাধুরীর চন্দ্রিকা রূপ প্রথম বারের জন্য পর্দায় একসঙ্গে আসছেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা। গুলাব গ্যাং নিয়ে তাই দর্শকদের উত্সাহ তুঙ্গে। রিলিজ হল গুলাব গ্যাংয়ের প্রথম পোস্টার।

উত্তর প্রদেশের সত্যি ঘটনার ওপর তৈরি ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কাস্তে হাতে রণচণ্ডী মূর্তিতে মাধুরীকে। অন্য হাতে ধরা রয়েছে কোদাল। দেবী দুর্গার চন্দ্রিকা রূপের সঙ্গে মিলছে মাধুরীর এই রূপ। উত্তর প্রদেশের সামাজিক অনাচারের বিরুদ্ধে গর্জে ওঠা এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। অন্যদিকে, নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জুহি চাওলা।

মাধুরী-জুহি ছাড়াও এই ছবিতে বহুদিন পর আবার দেখা যাবে মাধুরী-সরোজ খান জুটির ম্যাজিক। তেজাব ছবিতে এক দো তিন, বেটা ছবিত ধক ধক করনে লগা, দেবদাস ছবিতে মার ডালা গানে এই জুটির জাদুতে মজেছিল দর্শক। আগামী বছর ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে গুলাব গ্যাং। অনুভব সিনহা প্রযোজিত, নবাগত পরিচালক সৌমিক সেন পরিচালিত ছবিতে রয়েছেন মাহি গিল, শিল্পা শুক্লা ও তন্নিষ্ঠা চ্যাটার্জিও।


First Published: Friday, November 22, 2013, 20:30


comments powered by Disqus