পাঁচ বছর পরেও টাটকা ২৬/১১ স্মৃতি

পাঁচ বছর পরেও টাটকা ২৬/১১ স্মৃতি

পাঁচ বছর পরেও টাটকা ২৬/১১ স্মৃতিআজ থেকে পাঁচ বছর আগেই এসেছিল সেই অভিশপ্ত দিনটা। আজমাল কাসভ বাহিনীর `জেহাদে`-র মুম্বই সন্ত্রাসবাদের শিকার হয়েছিল। জঙ্গিদের নিশানায় প্রাণ হারান ১৬৪ জন। পাঁচ বছর পরও সেই রক্ত, সেই শোক, সেই অন্ধকার দিনটার কথা মানুষের মন থেকে মুছে যায়নি।

ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে সবার একটাই কথা, শান্তি ফিরুক বিশ্বে, সন্ত্রাসবাদ নয় সন্ত্রাস- বাদ দিয়ে বিশ্ব এগিয়ে চলুক। তাতে সামিল হলেন বলিউডের তারকারাও। মুম্বইবাসীদের কথা শুনে মনে হল পাঁচ বছরের সেই স্মৃতি তাঁদের মনে আজও টাটকা।

সকাল থেকেই মুম্বইয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চোখের জলে প্রিয়জনদের স্মরণ করেন সবাই। ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি নাশকতায় কেঁপে ওঠে মুম্বই। মুম্বইয়ের আটটি জায়গায় পরপর হামলা চালায় আজমল কসাভ এবং তার দলবল।

জঙ্গিদের নিশানায় প্রাণ হারান ১৬৪ জন। আহত হন কমপক্ষে ৩০৮ জন। গ্রেফতার হয় একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাভ। ২০১২ সালের ২১ নভেম্বর পুনের ইয়ারদা জেলে ফাঁসি হয় কসাভের।   

First Published: Tuesday, November 26, 2013, 11:26


comments powered by Disqus