Research and Analysi - Latest News on Research and Analysi| Breaking News in Bengali on 24ghanta.com
পাঁচ বছর পরেও টাটকা ২৬/১১ স্মৃতি

পাঁচ বছর পরেও টাটকা ২৬/১১ স্মৃতি

Last Updated: Tuesday, November 26, 2013, 11:08

আজ থেকে পাঁচ বছর আগেই এসেছিল সেই অভিশপ্ত দিনটা। আজমাল কাসভ বাহিনীর `জেহাদে`-র মুম্বই সন্ত্রাসবাদের শিকার হয়েছিল। জঙ্গিদের নিশানায় প্রাণ হারান ১৬৪ জন। পাঁচ বছর পরও সেই রক্ত, সেই শোক, সেই অন্ধকার দিনটার কথা মানুষের মন থেকে মুছে যায়নি।