Last Updated: October 29, 2011 15:49

পুরসভার উচ্চপদস্থ অফিসারদের নজরদারিতে চলছে বাবুঘাটে কাঠামো পরিষ্কারের কাজ। গঙ্গার জল থেকে প্রতিমা তুলে পাড়ে রাখা হচ্ছে পারপর সেগুলো গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। তবে পাশেই প্রিন্সেপঘাট, বাগবাজার ঘাটের চিত্রটা যথেষ্ট হতাশা ব্যঞ্জক। জলে ভাসছে কাঠামো। পাড়ে কাঠামোর স্তুপ। সরানোর কোন উদ্যোগই সেখানে চোখে পড়েনা। দুর্গাপ্রতিমার বিসর্জনের পরেও বাবুঘাট ছাড়া অন্য ঘাটগুলির পরিস্কার করা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু কালীপ্রতিমা বিসর্জনের পরও একই ছবি দেখা গেল। সেক্ষেত্রে পুরসভার কাজের পদ্ধতির কোনও বদল ঘটেনি।
First Published: Saturday, October 29, 2011, 15:49