বন্যায় বেহাল অসম

বন্যায় বেহাল অসম

বন্যায় বেহাল অসমঅসমে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। ক্যাবিনেট সচিব অজিত শেঠ গতকাল অসমের মুখ্যসচিব পিসি শর্মা সহ রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই ৩৫ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি নদীর জল এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ২২টি জেলার প্রায় ১১ লক্ষ মানুষ জলবন্দি। প্রায়  ৪৩,০০,৪০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বেশ কিছু ঐএলাকার রেল লাইনও বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

নওগাঁ ও গোলাঘাট জেলা-স্থিত বিশ্বখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ বন্যায় প্লাবিত হয়েছে। এর ফলে গণ্ডার, হরিণ, হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণীরা অনতিদূরের ৩৭ নম্বর জাতীয় সড়ক পার হয়ে কার্বি আংলং পাহাড়ের উঁচু জায়গায় চলে যেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। কেন্দ্রের তরফে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি টিম পাঠানো হয়েছে। বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজে ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করছেন। অসম প্রদেশ কংগ্রেস সূত্র খবর, দিন কয়েছেক মধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে আসতে পারেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

First Published: Saturday, June 30, 2012, 09:36


comments powered by Disqus