Last Updated: Sunday, May 4, 2014, 16:40
একবছর আগের প্রকৃতির ধ্বংসলীলার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি কেদার। ভেসে গিয়েছে জনপদ, প্রাণ গেছে বহু মানুষের। ধ্বংসলীলার স্মৃতিকে সঙ্গী করেই ফের স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এই দেবভূমি। আজ ফের খুলল কেদারনাথ মন্দির। মন্দিরশুদ্ধি হয়েছে আগেই। ধর্মীয় আচার মেনে আজ মন্দিরের দরজা খুলল। পবিত্র এই দিনেও বৃষ্টি পিছু ছাড়ল না কেদারের। আজও আকাশের মুখ ভার। শুরু হয়েছে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, বৃষ্টি চলবে আরও দিন তিনেক।