মেসির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ!

মেসির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ!

মেসির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ! ফুটবল মাঠে তাঁর পায়ের জাদুতে মাতোয়ারা হয়ে থাকে গোটা বিশ্ব। অনন্য ফুটবল প্রতিভার সঙ্গে ক্লিয়ার ইমেজ, এতদিন আর্জেন্টেনীয় সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তার অন্যতম ইউএসপি ছিল। এবার মেসির স্ফটিক স্বচ্ছ ইমেজে কিছুটা হলেও দাগ লাগল। ভুয়ো ট্যাক্স কেলেঙ্কারির অপবাদে এক স্পেনীয় আদালত সমন পাঠাল মেসি ও তাঁর বাবাকে।

রাকুয়েল আমাদো নামের বার্সেলোনার এক আইনজীবী গাভার আদালতে গত সপ্তাহে মেসিদের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ আনেন। স্পেনীয় ট্যাক্স অথোরিটি দাবি করেছে দেশের বাইরে বিভিন্ন কোম্পানীর মাধ্যমে ২০০৬ থে ২০০৯-এ প্রায় চার মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দিয়েছেন ২৫ বছরের বার্সেলোনার এই ফুটবল সুপারস্টার ও তাঁর বাবা।

যদিও নিজেকে নির্দোষ দাবি করে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন মেসি।



First Published: Friday, June 21, 2013, 11:58


comments powered by Disqus