৮ ঘণ্টায় সচিনকে হারাল ব্রাজিল বিশ্বকাপ

৮ ঘণ্টায় সচিনকে হারাল ব্রাজিল বিশ্বকাপ

৮ ঘণ্টায় সচিনকে হারাল ব্রাজিল বিশ্বকাপ মাত্র ১৫ ঘণ্টায় শেষ হয়েছিল সচিনের বিদায়ী টেস্টের অনলাইন টিকিট। আর মাত্র ৭ ঘণ্টাতেই নিমেশের মধ্যে শেষ হয়ে গেল ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ের টিকিটও।

এই পর্যায়ে ২ লক্ষ ৩০ হাজার টিকিট ছেড়েছিল ফিফা। কয়েকঘণ্টার মধ্যেই সব তা শেষ হয়ে যায়। ব্রাজিলে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা দেখে অবাক ফিফা কর্তারা। তারা মনে করছেন সময় যত এগিয়ে আসছে তত চাহিদা বাড়ছে টিকিটের। তার উপর দ্বিতীয় পর্যায়ে প্রথম ম্যাচ,ফাইনাল ম্যাচ সহ হাইপ্রোফাইল ম্যাচগুলোর টিকিট ছাড়া হয়নি। গ্রুপ ঠিক হয়ে যাওয়ার পর ৮ ডিসেম্বর নতুন করে বেশ কিছু টিকিট বাজারে ছাড়বে ফিফা। ততদিনে সবাই জেনে যাবেন যে ৩২টা দেশ কোথায় কোন ম্যাচ খেলবেন। ফিফা কর্তাদের আশা টিকিটের যা চাহিদা তৃতীয় পর্যায়েও তা নিবিষে শেষ হয়ে যাবে।


First Published: Wednesday, November 13, 2013, 22:39


comments powered by Disqus