Last Updated: Saturday, November 16, 2013, 16:50
২২ গজে ২৪ বছরের সংগ্রাম। সেই রূপকথা শেষ হয়েছে। তার শেষ পাতায় লেখা হল নতুন উপসংহার। দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান পাচ্ছেন সচিন তেণ্ডুলকর। সচিনের অবসরের কয়েকঘণ্টা পরেই রাষ্ট্রপতি ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়, এ বছর শ্রেষ্ঠ নাগরিকের সম্মান দেওয়া হবে মাস্টার ব্লাস্টারকে। ২৬ জানুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন স্বয়ং রাষ্ট্রপতি। প্রথম ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পাচ্ছেন সচিন। ভারতরত্ন প্রাপকের তালিকায় তিনিই সর্বকনিষ্ঠ। সচিন জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি গর্বিত। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তিনি নিজের মা রজনি তেণ্ডুলকরকে উত্সর্গ করেছেন তিনি।