Last Updated: March 10, 2013 14:17

ক্রিকেটজীবনে ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে হাতেগোনা যে কয়েকজন বিড়ম্বনায় ফেলেছিলেন তাঁর মধ্যে অ্যালেন ডোনাল্ড ছিলেন। সেই ডোনাল্ডো এমন একটা সার্টিফিকট দিলেন সচিনকে যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। সচিন তেন্ডুলকরকে নিয়ে ক্রিকেট বিশ্ব যত শংসা পত্র বা সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে ডোনাল্ডোর এই মন্তব্যটা নিঃসন্দেহে উপরের দিকে থাকবে।
দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুত্ নামে পরিচিত এই প্রাক্তন পেসার বলেছেন, তেন্ডুলকর যেদিন পুরোপুরি অবসর নেওয়ার পর ক্রিকেটে অনেকটা শূন্যতা আসবে। ডোনাল্ডো বলেছেন, সচিনের অনুপস্থিতির শূন্যতাটা, ফুটবলে মারাদোনা আর পেলে একসঙ্গে অবসর নিলে যা হত তার সঙ্গে তুলনীয়।" সঙ্গে বলেছেন, ফুটবলে পেলে আর মারাদোনাকে একসঙ্গে করলে যা হবে ক্রিকেট সচিনও তাই। ডোনাল্ডো বলছেন, মহান ক্রীড়াবিদের কথা মনে করলেই সবার আগে তাঁর সচিনের কথাই মনে পড়ে।
First Published: Sunday, March 10, 2013, 14:17