রিফিউজি সমস্যা নিয়ে ১৭ প্রাবন্ধিকের বই প্রকাশিত

রিফিউজি সমস্যা নিয়ে ১৭ প্রাবন্ধিকের বই প্রকাশিত

রিফিউজি সমস্যা নিয়ে ১৭ প্রাবন্ধিকের বই প্রকাশিত নানান কারণে গোটা বিশ্বে উচ্ছেদের শিকার সাড়ে চার কোটি মানুষ। ছিন্নমূল মানুষজনের সমস্যা সম্পর্কে আদৌ কি সজাগ সংবাদমাধ্যম? স্বভূমি থেকে বিতাড়িত মানুষজনের সমস্যা এবং এ বিষয়ে সংবাদমাধ্যমের ভূমিকা, নিয়ে প্রকাশিত হয়েছে একটি প্রবন্ধ সংকলন। Forced Migration And Media Mirrors বইটিতে নানা দিক থেকে সমস্যাটির আলোচনা করেছেন সতেরোজন প্রাবন্ধিক।

কখনও দেশ ভাগ। কখনও বা জাতিদাঙ্গা। কখনও উন্নয়ন প্রকল্পের চাপ। কখনও আবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভিটেমাটি ছাড়া। এভাবেই নানা কারণে স্বভূমিচ্যুত বহু মানুষ। শুধু এক দেশ থেকে অন্য দেশে নয়, নিজের রাজ্যেও ভিটেমাটি ছাড়া অনেকে । এভাবে উচ্ছেদ হতে হয়েছে গোটা বিশ্বে মোট জনসংখ্যার এক শতাংশ মানুষকে। এই সমস্যার কথাই উঠে এসেছে Forced Migration And Media Mirrors বইটিতে। সম্প্রতি কলকাতায় প্রকাশিত হয়েছে এই প্রবন্ধ সংকলন।

গুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়ে সংবাদমাধ্যম আদৌ কি সজাগ, ওয়াকিবহাল? সেই প্রশ্নও আলোচিত হয়েছে বইটিতে।

নিজের বাসভূমি থেকে বিস্থাপিত মানুষদের নিয়ে যাঁরা গবেষণা করছেন, এই প্রবন্ধ সংকলন তাঁদের কাজে লাগবে বলে আশা ক্যালকাটা রিসার্চ গ্রুপের।

First Published: Thursday, March 27, 2014, 22:43


comments powered by Disqus