Last Updated: Thursday, March 27, 2014, 22:43
নানান কারণে গোটা বিশ্বে উচ্ছেদের শিকার সাড়ে চার কোটি মানুষ। ছিন্নমূল মানুষজনের সমস্যা সম্পর্কে আদৌ কি সজাগ সংবাদমাধ্যম? স্বভূমি থেকে বিতাড়িত মানুষজনের সমস্যা এবং এ বিষয়ে সংবাদমাধ্যমের ভূমিকা, নিয়ে প্রকাশিত হয়েছে একটি প্রবন্ধ সংকলন। Forced Migration And Media Mirrors বইটিতে নানা দিক থেকে সমস্যাটির আলোচনা করেছেন সতেরোজন প্রাবন্ধিক।